জাগো প্রহরী ডেস্ক : জাতীয় শিক্ষক ফোরাম-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, শিক্ষাব্যবস্থায় বৈষম্যের কারণে শিক্ষক সমাজে চাপা ক্ষোভ বিরাজ করছে। একই সিলেবাসে শিক্ষার্থীদের পড়ানো হলেও সরকারি-বেসরকারি শিক্ষকদের বেতন কাঠামো আলাদা।
অন্যদিকে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানবেতর জীবন-যাপন আরো কষ্টদায়ক। তাঁরা প্রতিষ্ঠালগ্ন থেকে এমপিওভুক্তকরণের দাবিতে আন্দোলন করলেও কিছু প্রতিষ্ঠান ছাড়া সবগুলোই এমপিওভুক্তির আওতায় আনা হয়নি। অনেকে চাকরি জীবন শেষ করলেন,অথচ এমপিওভুক্তির স্বপ্ন অধরাই রয়ে গেছে।
এ অবস্থা উত্তরণে সামগ্রিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কোনো বিকল্প নেই।
শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত নগর সম্মেলন'২১ - এ প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান উপরোক্ত কথা বলেন।
জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর উত্তর-এর আহ্বায়ক প্রভাষক আব্দুস সবুর-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মু. মহিউদ্দিন মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম-এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, কেন্দ্রীয় সহ-প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ড. মাসুদুর রহমানসহ নগর ও থানা প্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথি ২০২১-২২ইং সেশনে ৫ দায়িত্বশীলের নাম ঘোষণা করেন ৷ যথা :
সভাপতি : উপাধ্যক্ষ মাওলানা মু. নেছার উদ্দিন
সিনিয়র সহ-সভাপতি : প্রভাষক আব্দুস সবুর
সহ-সভাপতি : মু. মহিউদ্দিন মোল্লা
সেক্রেটারি : হাফিজুল হক ফাইয়াজ
জয়েন্ট সেক্রেটারি : কে এম জাহিদুল ইসলাম
জাগো প্রহরী/এফআর
0 মন্তব্যসমূহ