অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিন : জাতীয় শিক্ষক ফোরাম


জাগো প্রহরী ডেস্ক : 
জাতীয় শিক্ষক ফোরাম-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেন,সবকিছু স্বাভাবিকভাবে চললেও ৫০০ দিনের অধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা সেক্টর চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। 

সরকার সব সেক্টর থেকে লকডাউন তুলে নিলেও শিক্ষাপ্রতিষ্ঠানের লকডাউন তুলে না নিয়ে দ্বিমুখী আচরণ করছে। 

শুক্রবার (১৩ আগস্ট'২১ইং) বিকাল ৫ টায় অনুষ্ঠিত  জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মাসিক বৈঠকে তিনি  উপরোক্ত কথা বলেন।

সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন খান-এর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় সভাপতি আরও বলেন,করোনা একটি বৈশ্বিক মহামারী ৷ যা আল্লাহ তায়ালার পক্ষ থেকে গজব হিসেবে এসেছে। 

এই মহামারী থেকে বাঁচতে হলে শুধু  সামাজিক দূরত্ব বজায় রাখা, চিকিৎসা এবং টিকা নিলেই হবে না; পাশাপাশি মহান রবের নিকট মহামারী থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করতে হবে।

তিনি বলেন, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি কুরআন তিলাওয়াতের বাতিঘর এবং ইলম চর্চার কেন্দ্র আবাসিক কওমি মাদরাসাগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যা মোটেই সমীচীন নয়।

তিনি শিক্ষার্থী,শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে ধ্বংসের কবল থেকে রক্ষার্থে সপ্তাহে দুদিন অথবা ক্লাস্টার পদ্ধতি অনুসরণ করে হলেও অন্যান্য সবকিছুর মতো স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নিকট আহ্বান জানান। 

এছাড়া বৈঠক থেকে জাতীয় শিক্ষক ফোরাম-এর কেন্দ্রীয় মাদরাসা বিষয়ক সম্পাদক, বি.বাড়িয়ার সন্তান মাওলানা নিয়াজুল করীম-এর নিঃস্বার্থ মুক্তির দাবি জানানো হয়।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর,সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক মু. আল আমীন, অর্থ সম্পাদক এ. রহমান, দফতর সম্পাদক প্রভাষক আমজাদ হোসেন আযমী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি হাফিজুল হক ফাইয়াজ, প্রশিক্ষণ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা নেসার উদ্দিন,শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান,স্কুল বিষয়ক সম্পাদক এস.এম. মহিউদ্দিন মোল্লাসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

জাগো প্রহরী/এমএএইচ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ