রিমান্ডে থাকা অবস্থায় ইন্তেকাল করলেন হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেন


জাগো প্রহরী :
পুলিশী রিমান্ডে অসুস্থ হয়ে হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেন (৫০) বৃহস্পতিবার (২০ মে) শাহাদাত বরণ করেছেন। ইন্না-লিল্লাহ ওইন্না ইলাইহি রাজিউন।

শহীদ মাওলানা ইকবাল হোসেন সোনারগাঁ উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি ও সোনারগাঁ উপজেলা খেলাফত মজলিসের সভাপতির দায়িত্বে ছিলেন। তার বাবার নাম আবু সাঈদ।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম জানান, সোনারগাঁ থানায় ৪টি মামলায় গ্রেপ্তারের পর কারাগারে আনা হয় মাওলানা ইকবাল হোসেনকে। পরে তিনি অসুস্থ থাকায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে বেশ কয়েকবার পাঠানো হয়েছিল।

পরবর্তীতে অবস্থা খারাপের দিকে যাওয়ায় ১১ মে ঢাকা জেলখানার মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা জেলখানায় ফোন করে জানতে পারি সেই লোকটি সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি অবস্থায় মারা গেছেন।

তবে অভিযোগ উঠেছে রিমান্ডে প্রচণ্ড অত্যাচারের কারনে এমন হয়েছে। অত্যাচারের কারণে অতিমাত্রায় অসুস্থ হলেও প্রশাসন উন্নত চিকিৎসার ব্যবস্থা করেনি। পরিবারকেও করতে দেয়নি।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল সোনারগাঁ থানার দুই মামলায় গ্রেপ্তার হন হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেনসহ ৪ জন।

জাগো প্রহরী/এফআর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ