জাগো প্রহরী ডেস্ক : ১২ বছর পার হওয়া মেয়েদের প্রকাশ্যে গান গাওয়ার ক্ষেত্রে আবার নিষেধাজ্ঞা জারি করেছে আফগানিস্তান। এর আগে তালেবান শাসনামলে এমন বিধান জারি ছিল।
আফগানিস্তানের শিক্ষামন্ত্রী এক বিবৃতিতে এ আদেশ দিয়েছেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে মন্ত্রীর সেই বিবৃতির প্রতিলিপি পেয়েছে। তারা জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভিডিওবার্তায় একই নির্দেশ জানিয়েছেন।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১২ বছরের উপরে কোনও স্কুলছাত্রী প্রকাশ্যে গান গাইতে পারবে না। পুরুষদের সামনে কোনভাবেই গান গাওয়া যাবে না। পুরুষ গানের শিক্ষকরাও স্কুলে বা অন্য কোথাও মেয়েদের গান শেখাতে পারবেন না। একমাত্র পরিপূর্ণ নারী সমাবেশে গান গাওয়ার সুযোগ রাখা হয়েছে।
আফগান সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা।
জাগো প্রহরী/গালিব
0 মন্তব্যসমূহ