'বাংলা ভাষার স্বাতন্ত্র্য রক্ষায় একুশের চেতনা নিয়ে যুবকদেরই এগিয়ে আসতে হবে'


জাগো প্রহরী : বাংলা ভাষার স্বাতন্ত্র্য রক্ষায় একুশের চেতনা নিয়ে যুবকদেরই এগিয়ে আসতে হবে ৷ আজ দেশের সর্বস্তরে বাংলা ভাষা উপেক্ষিত ও অবহেলিত ৷ শিক্ষাক্ষেত্র থেকে  শুরু করে রাষ্ট্রের প্রতিটি সেক্টর আজ বিজাতীয় ভাষার আগ্রাসনের শিকার ৷ এ থেকে বাংলা ভাষাকে রক্ষায় আমাদেরই শপথ নিতে হবে ৷ 

রবিবার (২১শে ফেব্রুয়ারি-২০২১ ইং) বাদ আছর  জামিয়া ফজলুল উলুম মোহাম্মদপুর অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন, ঢাকা মহানগর উত্তর-এর  উদ্যোগে নগর সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ আল খালিদের সঞ্চালনায় আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেছেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মুফতি মোস্তাফিজুর রহমান ৷

তিনি আরও বলেন, শুদ্ধ ভাষায় কথা বলা ও শুদ্ধ বানানে লেখালেখি করে দীনের পথে যুবসমাজকে উদ্বুদ্ধ করা আমাদের দায়িত্ব। ভাষা আল্লাহর নেয়ামত ৷ ভাষার বিশুদ্ধতা অর্জনে আমাদের সচেষ্ট হতে হবে ৷ দেশ পরিচালনা,আইন,বিচার ও উচ্চ শিক্ষার সকল পরিভাষা বাংলায় রূপান্তরের ব্যবস্হা নিতে হবে ৷

ভাষা দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন নগর উত্তরের প্রচার সম্পাদক মুহাম্মাদ আলমগীর হুসাইন, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি তাহমীদ মাদানী, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম ও উপসম্পাদক মাহবুব আলম সুমন প্রমুখ ৷

জাগো প্রহরী/আলমগীর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ