স্থানীয় সূত্রে জানা গেছে, ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে সন্ধ্যায় গেরুয়া বাজারে শিক্ষার্থীদের মোটরসাইকেল ভাংচুর করে পুড়িয়ে দেওয়া হয়। এরপর স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে রুবেল নামে এক শিক্ষার্থীর মাথা ফেটে গেছে।
খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, পরিস্থিতি আগের চেয়ে এখন অনেকটা স্বাভাবিক। আমাদের ছাত্ররা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছে।
কোনো শিক্ষার্থী স্থানীয়দের হাতে আটক থাকলে পুলিশ তাদের উদ্ধারে চেষ্টা করছে বলেও জানান তিনি।
জাগো প্রহরী/এফআর
0 মন্তব্যসমূহ