মুসলিম নিপীড়নের সংবাদ প্রচার করে চীনে বন্ধ হলো বিবিসি!


জাগো প্রহরী :
চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়কে নিয়ে সংবাদ পরিবেশন করায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সম্প্রচার বন্ধ করে দিয়েছে চীন সরকার। বেইজিংয়ের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে লন্ডন।

এক টুইট বার্তায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমি্নিক রাব বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেয়ার মতো চীনের এ সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসময় চীন সরকারকে বিবিসির সম্প্রচার পুনরায় চালুর বিষয়ে ভেবে দেখার আহ্বান জানান।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যম ও ইন্টারনেটে বিশ্বে সবচেয়ে বেশি কড়াকড়ি আরোপ করে থাকে চীন। সবশেষ বিবিসির বিষয়ে বেইজিংয়ের সিদ্ধান্ত বিশ্বের চোখে চীনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলেও মনে করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

চীনের এই সিদ্ধান্তের পর এক বিবৃতিতে বিবিসি বলে, ‘চীনের এমন সিদ্ধান্তে আমরা হতাশ। বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। সারা বিশ্ব থেকে ন্যায্য ও নিরপেক্ষভাবে কোনো ভয় বা পক্ষপাতিত্ব না করে বিবিসি সংবাদ সংগ্রহ করে।’

এর আগে ব্রিটেনে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) লাইসেন্স বাতিল করা হয়।

জাগো প্রহরী/এফজে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ