শুক্রবার থেকে শৈত্যপ্রবাহের পূর্বাভাস, বাড়বে শীতের তীব্রতা


জাগো প্রহরী :
শুক্রবার থেকে রাজধানীসহ সারা দেশে শৈতপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় বাড়বে শীতের তীব্রতা।

এদিকে, আজ বুধবার সকালে রাজধানীতে কোথাও কোথাও মৃদু ও হালকা বৃষ্টি হয়েছে। শীতের তীব্রতা বাড়ায় এসময় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েন।  

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শৈত্য প্রবাহের আগাম বার্তা হিসেবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু বৃষ্টিপাত হতে পারে। এ মাসের ২৮, ২৯ ও ৩০ তারিখ শীতের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে বলেও জানিয়েছেন তারা।  

পরে শীতের তীব্রতা ধীরে ধীরে কমে আসতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুয়ায়ী আগামী কয়েক সপ্তাহ শীতের জন্য বাড়তি প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

জাগো প্রহরী/এফজে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ