ইবনে সাবিল : আজ সোমবার (৪ জানুয়ারি) সকাল দশটায় ১১ জন নতুন ছাত্রী নিয়ে মিরপুর ১-এর শাহ আলীবাগে ফয়জুন্নিসা বালিকা মাদরাসা নামে একটি নতুন প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন বিশিষ্ট আলোচক ও দেশবরেণ্য গবেষক আলহাজ ড. আল্লামা খলিলুর রহমান।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফেজ মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা পেশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, মাদরাসার প্রধান উপদেষ্টা আলহাজ্ব ড. আল্লামা খলিলুর রহমান।
কল্যাণপুর বাইতুন নুর জামে মসজিদের খতিব, অত্র মাদরাসার অন্যতম উপদেষ্টা কাজী আব্দুল্লাহ আল মাইমুন। বাইতুল মনির জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল হান্নান। মাদরাসাতুল আশরাফ এর পরিচালক মুফতী মিজানুর রহমান।
আম্বরশাহ মাদরাসার পরিচালক আলহাজ্ব আব্দুর রহমান। মাদরাসার অভিভাবক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ্ব নুরুজ্জামান শেখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কলরবের সিনিয়র শিল্পী রায়হান ফারুক ও রংধনুর কিশোরশিল্পী শিহাবুদ্দীন শিহাব।
এছাড়াও উপস্থিত ছিলেন রফরফ এর ম্যানেজার উমর বিন নিজাম, কাজী তামিম বিন মাইমুন, সম্মানিত অভিভাবক আব্দুর শুকুর প্রমুখ।
জাগো প্রহরী/এফজে
0 মন্তব্যসমূহ