সীমান্ত হত্যা বন্ধ না করলে ভারতের সাথে আলোচনা নয়: আইএবি


জাগো প্রহরী :
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া বলেছেন, বিভিন্ন সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধে সরকারকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটাই দেশপ্রেমিক নাগরিকদের দাবি।

নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের সীমান্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশের নাগরিকদের যে নির্বিচারে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদের ভাষা নেই। সীমান্ত হত্যাকান্ডের অবসান হওয়া উচিত।

নেতৃদ্বয় বলেন, বাংলাদেশে স্বাধীনতার পর থেকে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশের অসংখ্য নাগরিক বিনা বিচারে নিহত হয়েছে। যা বর্তমান সরকারের আমলেই অনেক। প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে যখন বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে হত্যা করা হয়- এটা অবশ্যই জাতিসংঘ মানবাধিকারের যে সনদ রয়েছে তার চরম লঙ্ঘন এবং মানুষের যে ন্যূনতম বিচার পাওয়ার অধিকার রয়েছে সেটারও লঙ্ঘন। এ ব্যাপারে ভারতকে কঠোর চাপ প্রয়োগের মাধ্যমে তা নিরসন করতে হবে, প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।

জাগো প্রহরী/এফজে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ