জাগো প্রহরী : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বারিধারা মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.)-এর স্মরণে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে গতকাল রোববার (২০ ডিসেম্বর) কামরাঙ্গীরচর মাদ্রাসায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম জিহাদী, জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আব্দুল কাদির, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড.মাওলানা ঈসা শাহেদী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, আল্লামা নূর হুসাইন কাসেমী রহ এর পুত্র মাওলানা জাবের কাসেমী, খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা সানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি আফম আকরাম হুসাইন ও মুফতি আবুল হাসান কাসেমীসহ জাতীয় ও খেলাফত নেতৃবৃন্দ।
সভাপতির ভাষণে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, দেশে চরম দূরাবস্থা চলছে। ইসলাম ও আলেমদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আলেম ওলামাদের বিরুদ্ধে তারা মাথা চাড়া দিয়ে উঠেছে। আল্লামা নুর হুসাইন কাসেমীর চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামের শত্রুদের মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে।
জাগো প্রহরী/এফআর
0 মন্তব্যসমূহ