বর্তমান নির্বাচন কমিশনের বিচার হওয়া উচিত : ইসলামী আন্দোলন


জাগো প্রহরী :
ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আজ এক বিবৃতিতে বলেছেন, নির্বাচন কমিশনের সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও ব্যর্থতার বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ বহু আগ থেকেই কথা বলে আসছে। এই নতজানু নির্বাচন কমিশনের প্রতি জনগণের কোন আস্থা নেই। তাদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।

৪২জন বিশিষ্ট নাগরিক যে বক্তব্য দিয়েছেন এটা শুধু তাদেরই বক্তব্য নয়, বরং এ বক্তব্য দেশের সকল দেশপ্রেমিক নাগরিকের। বিশিষ্ট নাগরিকগণ জনগণের অন্তরের কথাই বলেছেন। নেতৃদ্বয় বলেন, দীর্ঘদিন পর হলেও দেশের সিভিল সোসাইটির বোধোদয় হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে আন্তরিক অভিনন্দন জানায়।

নেতৃদ্বয় বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে অতিতে কোন নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই। সংবিধানের শপথ নিয়ে তারা সংবিধান লঙ্ঘন করেছেন। এজন্য তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।

জাগো প্রহরী/এফজে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ