যিশু খ্রিস্ট ছিলেন মানবজাতির মুক্তির দূত: রাষ্ট্রপতি


জাগো প্রহরী :
২৫ ডিসেম্বর খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। খ্রিষ্ঠানদের বড়দিন উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, যিশু খ্রিস্ট মানব জাতির মুক্তির জন্য আলোর দিশারী হয়ে এসেছিলেন এ পৃথিবীতে। তিনি সততার সাথে ছিলেন এবং সততাকে পছন্দ করতেন। স্রষ্টা এবং তার সৃষ্টির বন্ধন সৃষ্টির পাশাপাশি পৃথিবীকে শান্তির ভূমিতে পরিণত করতে তিনি বহু ত্যাগের বিনিময়ে খ্রিস্টধর্মের সুমহান বাণী প্রচার করেছেন।

বড়দিন উপলক্ষে মো. আবদুল হামিদ এসব কথা বলেন।

শুভ বড়দিন উপলক্ষে দেশ-বিদেশের সকল খ্রিস্টান ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যিশু খ্রিস্ট মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, মমত্ববোধ, ক্ষমা, সহানুভূতি ও সত্য প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ অবস্থানের শিক্ষা দিয়েছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ সারা বিশ্বে একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে আসছেন। চলমান এই সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখার আহ্বান জানান তিনি।

জাগো প্রহরী/এফজে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ