রাষ্ট্রপতি ছাড়া যে কাউকে তলব করতে পারবে দুদক: হাইকোর্ট


জাগো প্রহরী : 
দুর্নীতি দমন কমিশন-দুদক যে কাউকে তলব করতে পারে, তাতে ব্যক্তির মৌলিক অধিকার খর্ব হয় না মর্মে রায় দিয়েছে হাইকোর্ট।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপাকে তলবের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের এই রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদেরও ইচ্ছে করলেই তলব করতে পারবে দুদক।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চের রায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এর আগে, গত ৩ ডিসেম্বর দুদকের পাঠানো নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ডিএজি রূপার রিট খারিজ করে দেয় হাইকোর্ট। গত ২৮ অক্টোবর ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপাকে তলব করে নোটিশ পাঠায় দুদক। পরে ওই নোটিশ চ্যালেঞ্জ করে রিট করেন রূপা। দুদক তলব করলেই কেউ দোষী সাবাস্ত হয়ে যায় না বলেও রায়ে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট।

জাগো প্রহরী/এফজে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ