জাগো প্রহরী : বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে রাজধানীর মাতুয়াইলে আজ সোমবার (২১ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঢাকা বিভাগীয় সভাপতি মাওলানা হাবিবুল্লাহ আনসারী সাহেবের সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতি ইজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভার শুরুতেই কুরআন তিলাওয়াত করেন- মাতুয়াইল জামিয়া কারীমিয়ার ছাত্র হাফেজ আসাদউল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বোর্ডের নির্বাহী সভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ নুরুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বোর্ডের সম্মানিত মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা মুজীবুর রহমান কালিশুরী,বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারী খন্দকার গোলাম মাওলা, প্রশিক্ষণ সচিব মাওলানা আব্দুস সাত্তার হামিদী, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মাওলানা শাহ আলম, মাওলানা আবুবকর সিদ্দিক, মাওলানা আব্দুর রব ফারুকী,মাওলানা আব্দুল আজিজ কাসেমী ও মুফতী মঈনুদ্দীন খান তানভীরসহ বোর্ডের ঊর্ধ্বতন দায়িত্বশীলবৃন্দ।
ঢাকা বিভাগের আওতাধীন প্রত্যেক জেলার দায়িত্বশীল ছাড়াও তাতে উপস্থিত ছিলেন বিভাগের উল্লেখযোগ্য মুহতামিম, নাযিম ও উস্তাদবৃন্দ।
তাতে বক্তারা বলেন- আদর্শ জাতিগঠনে দ্বীনি শিক্ষার বিকল্প নেই।সেজন্য দেশজুড়ে পরিকল্পিতভাবে দ্বীনি মাদারিস কায়েমে বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড কাজ চালিয়ে যাচ্ছে।পীর সাহেব চরমোনাই রহ. সুদূরপ্রসারী চিন্তাধারার অংশ হিসেবে ইতোমধ্যেই দেশের আনাচে কানাছে হাজারো মাদ্রাসা গড়ে তোলা হয়েছে। বিশেষত সুবিধাবঞ্চিত ও ফেতনা কবলিত অঞ্চলে থাকা মানুষের দ্বীনি চেতনা জাগ্রত করতে সাবাহী মক্তব,বয়স্ক শিক্ষা, মুয়াল্লিম প্রশিক্ষণ, হুফফাজ প্রশিক্ষণ,হিফজ ও কিতাব বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রণসহ নানামুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে।
সভা শেষে দেশ জাতির কল্যাণ কামনা ও সদ্য মৃত্যুবরণকারী হযরত ওলামায়ে কেরামের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।
জাগো প্রহরী/এফআর
0 মন্তব্যসমূহ