জাগো প্রহরী : পাকিস্তানের শিক্ষা মন্ত্রণালয় সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার ফেডারেল শিক্ষামন্ত্রী শফকত মাহমুদের সভাপতিত্বে আন্তঃরাষ্ট্র প্রদেশের শিক্ষামন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা করোনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং দিয়েছিলেন। তারপরই সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়।
সূত্রমতে জানা যায়, শিক্ষামন্ত্রীর সম্মেলনে অংশগ্রহণকারীরা একমত হয়েছেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আর প্রয়োজন নেই, তাই সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান উন্মুক্ত থাকবে।
সূত্র : ডন
জাগো প্রহরী/গালিব
0 মন্তব্যসমূহ