রবিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকার আশুলিয়ায় চারাবাগ কারিমিয়া মাদরাসা মিলনায়তনে আল্লামা সৈয়দ মো. ফজলুল করীম রহ. ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা জেলা উত্তর আয়োজিত ইউনিয়ন, থানা ও জেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, দেশে আইনের শাসন না থাকলে এবং নাগরিক অধিকার খর্ব হলে মানুষ অপরাধ প্রবণ হয়ে উঠে। তিনি বলেন, ইসলাম সার্বজনীন জীবন ব্যবস্থা। মানুষের কল্যাণ করাই ইসলামের মূল লক্ষ্য। কাজেই ইসলাম ছেড়ে দিয়ে অন্য বিধান তালাশ করলে তা আল্লাহ কখনো গ্রহণ করবেন না। তাই সকলকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসতে হবে।
তিনি আরো বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘদিন যাবৎ ধর্মীয় মাহফিল, সভা-সমাবেশ বন্ধ থাকায় মানুষ দ্বীন বিমুখ হয়ে অপরাধের দিকে ধাবিত হচ্ছে। তাই নৈতিকতা শিক্ষা ও ধর্মীয় সভা, ওয়াজ-মাহফিল করার অনুমতি দিলে মানুষের মধ্যে আল্লাহভীতি সৃষ্টি হয়ে অন্যায় থেকে ফিরে আসতে পারে।
জাগো প্রহরী/এফআর
0 মন্তব্য