জাগো প্রহরী : জামিয়াতুর রশিদের বর্তমান উস্তাদ ও জামিয়া বিননূরী টাউনের সাবেক প্রবীণ উস্তাদ ডক্টর মাওলানা আব্দুল হালিম চিশতী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
জানা গেছে, কয়েক দিন ধরে গুরুত্বর অসুস্থ হয়ে করাচীতে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সোমবার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
ডক্টর মাওলানা আব্দুল হালিম চিশতী রহ. হুসাইন আহমদ মাদানী রহ.-এর শাগরিদদের একজন ছিলেন। তিনি করাচী ইউনিভার্সিটিতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের উপর সর্ব প্রথম পিএইচডি অর্জন করেছিলেন। ইসলামি গ্রন্থাগার বিষয়ে বিশেষ প্রবন্ধ লিখে তিনি সর্বমহলে পরিচিতি লাভ করেন। প্রখ্যাত হাদীস বিশারদ আব্দুর রশীদ নোমানী রহ. এর ভাই ছিলেন তিনি।
সূত্র: বিন্নূরী ডিজিটাল।
জাগো প্রহরী/গালিব
0 মন্তব্যসমূহ