জাগো প্রহরী : আজ বুধবার (১৪ অক্টোবর) বাদ জোহর যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস সংলগ্ন আল-মারকাযুল ইলমীতে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়।
আল-মারকাযুল ইলমীর মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান খুলনার হুজুরের সভাপতিত্বে ইসলাহী মাহফিলে প্রধান মেহমান হিসেবে নসিহত পেশ করেন পাক-ভারত উপমহাদেশের অসংখ্য মক্তব-মাদ্রাসা ও খানকার মোতাওয়াল্লী, দারুস সালাম কওমি মাদ্রাসা ফুরফুরার মহাপরিচালক ও শায়খুল হাদিস শায়খ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশী হাফিজাহুল্লাহ।
উপস্থিত ছিলেন ফুরফুরা পীর সাহেবের একান্ত খাদেম মাওলানা জাফর সাদিক জুলফিকার, পাক্ষিক সবার খবর ও সবার খবর ডটকমের সম্পাদক এবং জাতীয় লেখক পরিষদের সেক্রেটারি আবদুল গাফফার, আলকমার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ইউসুফ হুসাইনসহ স্থানীয় বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, শাইখুল হাদিস, ইমাম-খতিব ও অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ।
এরপর ফুরফুরার পীর সাহেব বেফাক অফিস পরিদর্শনে যান এবং সেখানে বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মহাপরিচালক অধ্যাপক যোবায়ের আহমদ চৌধুরী তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জাগো প্রহরী/এফআর
0 মন্তব্য