জাগো প্রহরী : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম।
বুধবার (২১ অক্টোবর) বাদ মাগরিব কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মাদরাসায় এক সৌজন্য সাক্ষাতে মিলিত হোন এ দুই আলেম রাজনীতিবিদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, করাচীর হজরত রহ. এর খলিফা ও খুলনার পীর মুফতি নূরুল আমিন প্রমূখ।
বিষয়টি জাগো প্রহরী ডটকমকে নিশ্চিত করেছেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কামরাঙ্গীরচর থানা সেক্রেটারি মাওলানা আ. ফ. ম আকরাম হোসাইন।
জানা যায়, এ সময় দুই রাজনীতিবিদ আলেমের মাঝে কয়েকটি বিষয়ে আলোচনা হয়। তন্মেধ্যে নারীর সঙ্গে ঐক্য না করা, নিজেদের আদর্শের উপরে থেকে নির্বাচনে অংশ নেয়া ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আকীদা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করা। এছাড়া পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সম্পর্ক মজবুত করার বিষয়েও আলোচনা হয় উভয়ের মাঝে।
জাগো প্রহরী/গালিব
0 মন্তব্যসমূহ