জাগো প্রহরী : ধর্ষণের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্র অধিকার পরিষদ এবং ধর্ষণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা মামলায় অভিযুক্ত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক হাসান আল মামুনকে সংগঠনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে , ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা দুটি মামলার একটিতে অপহরণ, ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়। অপর মামলাটি ডিজিটাল নিরাপত্তা আইনে করা হয়।
এই দুই মামলার আসামিদের মধ্যে পরিষদের হাসান আল মামুনের ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৪৮ ঘন্টার মধ্যে বিস্তারিত তথ্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কাছে জমা দিতে বলা হয়েছে।
জাগো প্রহরী/এফআর
0 মন্তব্যসমূহ