জাগো প্রহরী : টাঙ্গাইলে ২০১ গম্বুজ মসজিদে দর্শনার্থীদের বেপর্দা যাতায়াত, বেহায়াপনা ও নোংরামি বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের টাঙ্গাইল গোপালপুর শাখার নেতৃবৃন্দ।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার ব্যবস্থাপনায় ২০১ গম্বুজ মসজিদের পবিত্রতা রক্ষার্থে সকাল ১০ টায় মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ইশা ছাত্র আন্দোলন, গোপালপুর উপজেলা সভাপতি মুহাম্মাদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, টাঙ্গাইল জেলা সভাপতি এস এম কামরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মসজিদ ইবাদতের যায়গা। মসজিদ আল্লাহর ঘর। ২০১ গম্বুজ মসজিদ আমাদের দেশের ঐত্যিহ্য। তাই বলে মসজিদে দর্শনার্থীদের বেপর্দা বিচরণ, বেহায়াপনা ও নোংরামি চলবে, তা মেনে নেওয়া হবে না। অতএব মসজিদ কমিটির প্রতি আমাদের দাবি, মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে এবং পর্দাহীন চলাচল বন্ধ করতে হবে।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন, টাঙ্গাইল জেলা সহ-সভাপতি ফয়সাল আহমদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক আবু সালেহ আহমদ, দ্বীনি সংগঠনের হাফেজ রুহুল আমিন , ইসলামী যুব আন্দোলন, ইশা ছাত্র আন্দোলন, গোপালপুর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন এর দায়িত্বশীলগণ।
জাগো প্রহরী/এফআর
0 মন্তব্যসমূহ