জাগো প্রহরী : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর,কওমী মাদরাসা শিক্ষাবোর্ড-বেফাক ও আল হাইআতুল উলয়ার চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মুহাম্মাদ আবু তালহা,সহসভাপতি হাফেজ মাওলানা আলী হুসাইন এবং সাধারণ সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান ৷
আজ সন্ধ্যায় এক শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ছিলেন মুসলিম উম্মাহর আধ্যাত্মিক রাহবার ও উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ। দীর্ঘদিন যাবত তিনি বোখারি শরীফের অধ্যাপনার দায়িত্ব পালন করেছেন। তিনি নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকা রাখেন। জগদ্বিখ্যাত একজন শিক্ষাবিদ হওয়ায় দেশ-বিদেশে রয়েছে তাঁর হাজার হাজার ছাত্র, ভক্ত ও মুরীদান।
নেতৃবৃন্দ বলেন, তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন আধ্যাত্মিক রাহবার ও আপোষহীন সিপাহসালারকে হারিয়েছে যা অপূরণীয়।
নেতৃবৃন্দ তার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন,আল্লাহ তাআলার দরবারে মরহুমকে জান্নাতে উচ্চ মাকাম দান ও শোকাহত পরিবারকে সবরে জামিল ইখতিয়ারের তাওফিক কামনা করেন।
জাগো প্রহরী/এফআর
0 মন্তব্যসমূহ