জাগো প্রহরী : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ ৷
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে শাহবাগে বিক্ষোভ করার সময় তাকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ।
এর আগে ধর্ষণ মামলা দায়ের প্রতিবাদে বিক্ষোভে নামে ভিপি নুরের নেতৃত্বে ছাত্র অধিকার আন্দোলনের নেতাকর্মীরা।
সে সময় বিক্ষোভ সমাবেশে ভিপি নূর বলেন, যারা ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভে উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন ন্যায় সঙ্গত অধিকার আদায়ের আন্দোলনে আমাদের কর্মীরা লড়েছে। কখনও পিছু হটেনি। ছাত্র অধিকার পরিষদ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। এজন্য আমাদের নানাভাবে হয়রানির চেষ্টা চলছে। এসবের প্রেক্ষিতে এই মামলা।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মামলাটি করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়।
জাগো প্রহরী/এফআর
0 মন্তব্য