ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন : বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি


জাগো প্রহরী : সাম্রাজ্যবাদী অপশক্তি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ শনিবার (২৯ আগস্ট) সকালে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠন এর এক সাধারণ সভায় নেতৃবৃন্দ এই আহবান জানান।

দলের মহাসচিব মুফতী মুসা বিন ইযহার এর সঞ্চালনায় সিনিয়র নায়েবে আমীর আল্লামা আবদুল মাজেদ আতহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন, নায়েবে আমীর আল্লামা আবদুল কাইয়ূম সুবহানী, যুগ্ম মহাসচিব মুস্তাফিজুর রহমান মাহমুদী, সহকারী মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সংগঠন সচিব প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খান, সহকারী অর্থসচিব আনোয়ারুল কবীর, আন্তর্জাতিক বিষয়ক সচিব শায়খ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, আইন বিষয়ক সচিব এডভোকেট যোবায়ের আহমদ ফরিদ, সাহিত্যবিষয়ক সচিব আজিজুল হক, সমাজ কল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, ছাত্র বিষয়ক সচিব মুফতী আব্দুল্লাহ আল মাসউদ খান, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী, কৃষি বিষয়ক সচিব মাওলানা গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য মাওলানা মোসাদ্দেকুল মাওলা, মাওলানা দিদার ভুজপুরী, মাওলানা মাহমুদুল হাসান সিরাজী, ইসলামী ছাত্র সমাজের সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী ও মহাসচিব এহতেশামুল হক সাখী।

নেতৃবৃন্দ বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতি এবং ভারতের আগ্রাসী আধিপত্যবাদ ক্রমশ আমাদের জাতীয় জীবনে ও স্বাধীনতা সার্বভৌমত্বে আজ হুমকি হয়ে দেখা দিচ্ছে। বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানোর চক্রান্ত এদেশের জনগণ বরদাশত করবে না বলেও নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন। শিল্প বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দাঁড়াতে নেতৃবৃন্দ দেশবাসীকে আহ্বান জানান।

জাগো প্রহরী/ফাইয়াজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ