জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল



জাগো প্রহরী : চলতি বছর অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না। করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় ২০২০ সালের জুনিয়র সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

এর আগে গত মঙ্গলবার এবছরের পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ করা হবে না বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জাগো প্রহরী/এফআর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ