জাগো প্রহরী : সরকারি অনুমতির পর তাকমিল (দাওরায়ে হাদীস) পরীক্ষার তারিখ ঘোষণা করেছে কওমী মাদরাসার সম্মিলিত শিক্ষা সংস্থা আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।
সোমবার (২৪ আগস্ট) সংস্থাটির স্থায়ী কমিটির বৈঠকে আগামী ২০ সেপ্টেম্বর সারাদেশে কওমী মাদরাসার তাকমিল বা দাওরায়ে হাদিসের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।
করোনা মহামারীর কারণে আটকে থাকা কওমী মাদরাসার ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষাগুলো নেয়ার অনুমতি দেয়া হয়েছে বলে আজ জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করে (প্রয়োজনে স্বাস্থ্য বিভাগের মনিটরিংয়ের মাধ্যমে) বাংলাদেশের সব কওমী মাদরাসা সমূহের কিতাব বিভাগের পরীক্ষা গ্রহণের অনুমতি দেয়া হল।
প্রসঙ্গত, করোনা মহামারীর কারণে দেশের প্রায় ২২ হাজার কওমী মাদরাসার ২৫ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। ঈদুল ফিতরের পর কওমী মাদরাসাগুলোর নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও করোনার কারণে তা স্থগিত রাখা হয়।
এর আগে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা ১২ জুলাই থেকে চালুর অনুমতি দিয়েছে সরকার। গত ৮ জুলাই ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়, এসব মাদরাসাকে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
জাগো প্রহরী/গালিব
0 মন্তব্যসমূহ