জাগো প্রহরী : আজ ১০ মুহাররম/৩০ আগস্ট সকাল ১০টা হতে জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচর মাদরাসা মসজিদে পুরান ঢাকার ৬ থানার তাবলীগী সাথীদের জোড় অনুষ্ঠিত হয়।
জামিয়া নূরিয়া ইসলামিয়ার মুহতামিম হাফেজ মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত জোড়ে প্রধান আলোচক ছিলেন- কাকরাইলের মুরুব্বী মুফতি আমানুল হক সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন- কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ জনাব মোস্তাফিজুর রহমান।
খিত্তার যিম্মাদার মুফতি হাবীবুর রহমান, মুফতি বশীর আহমদ, মুফতি ইলিয়াছ মাদারীপুরী, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মুফতি আমানুল্লাহ বসন্তপুরীসহ প্রত্যেক হালকার ১জন করে সাথী তাবলীগের কাজের কারগুজারী পেশ করে কাজকে বেগবান করা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
সভাপতির ভাষণে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, হযরত হাফেজ্জী হুজুর ও সদর সাহেব হুজুরের তত্ত্বাবধানে বাংলাদেশে তাবলীগ জামাতের কার্যক্রম চালু হয়েছিল। ওলামায়ে কেরামের সার্বক্ষণিক নজরদারি চলমান থাকলে এ জামাতকে কেউ ক্ষতি করতে পারবে না। তাবলীগের নামে 'শখসী নেজামের' মেহনতকারী গোমরাহদের খপ্পর থেকে বাঁচতে ওলামায়ে কেরামের সাথে আমরণ থাকার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান৷
জাগো প্রহরী/এফআর
0 মন্তব্যসমূহ