ইসরাইলের স্বার্থে অনেক আরব নেতার সঙ্গে গোপন আলোচনা চলছে : নেতানিয়াহু


জাগো প্রহরী : ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, অনেক আরব দেশের নেতার সঙ্গে তেল আবিবের গোপন আলোচনা চলছে। এসব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে এসব গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে চুক্তি হওয়ার দুই সপ্তাহ পর নেতানিয়াহু এই দাবি করলেন। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ব্যাপারে আরব আমিরাত যে উদ্যোগ নিয়েছে তা পুরো মুসলিম বিশ্বে নিন্দার ঝড় তুলেছে।

গতকাল রোববার নেতানিয়াহু দাবি করেন, সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে বহু আরব নেতার সঙ্গে অসংখ্য গোপন বৈঠক হচ্ছে। আজ সংযুক্ত আরব আমিরাত এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে সরাসরি বিমানের ফ্লাইট চালুর কথা রয়েছে। এর আগ মুহূর্তে নেতানিয়াহু আরব নেতাদের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন।

ইহুদিবাদী প্রধানমন্ত্রী দাবি করেন, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের মধ্যকার চুক্তি অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ তৈরি করে দেবে।

এর আগে ১৯৭৯ সালে প্রথম আরব দেশ হিসেবে মিসর ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তি সই করে। এরপর ১৯৯৪ সালে জর্দান একই পথ অনুসরণ করে। তৃতীয় আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এবার ইসরাইলের সঙ্গে চুক্তি সই করল। পার্সটুডে

জাগো প্রহরী/ফাইয়াজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ