জাগো প্রহরী : রাজধানীর গুলশানের কোকাকোলায় আল-মাদরাসাতু মুঈনুল ইসলামের শিক্ষক-শিক্ষার্থীদের উপর গোমরাহ সাদপন্হী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানীতে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৷
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদরাসার শুরা কমিটির সভাপতি মাওলানা শাহরিয়ার মাহমুদ।
সম্মেলনে বেশ কয়েকটি দাবি জানানো হয়-
১. ২৪ ঘন্টার মধ্যে মাদরাসার মসজিদকে আজান ও নামাজের জন্য খুলে দিতে হবে।
২. অনতিবিলম্বে সাদপন্থী হামলাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে।
৩. অনতিবিলম্ব আল মাদরাসাতু মুঈনুল ইসলামের সহ-প্রতিষ্ঠাতা আলেমগণসহ বেফাক-কাকরাইলের ওলামায়ে কেরামের অনুমোদিত কমিটির হাতে মাদরাসার দায়িত্ব হস্তান্তর করতে হবে।
৪. ভাটারার ওসিকে প্রত্যাহার করতে হবে।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কাকরাইলের মুরুব্বি ও ভিক্টোরিয়া পার্ক জামে মসজিদের খতিব মুফতি আমানুল হক, ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশের মহাসচিব ও ঢাকার গাউছিয়া জামে মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, আল মাদরাসাতু মুঈনুল ইসলামের মুহতামিম মাওলানা আতাউল্লাহ, শিক্ষা সচিব মুফতি সেলিম উল্লাহ ও মুফতি আতাউর রহমান (রহ.)-এর ভাই মুফতি মামুন প্রমুখ।
জাগো প্রহরী/গালিব
0 মন্তব্যসমূহ