জাগো প্রহরী : প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৫টায় নামফলক উন্মোচন এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
পরে উপাচার্যসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা নতুন মসজিদে আসরের নামাজ আদায় করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মো. মহসিন উদ্দীন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম, প্রক্টর ড. সুব্রত কুমার দাস এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
৬ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩তলা মসজিদটি আধুনিক স্থাপত্যশৈলী দৃষ্টিনন্দন কারুকার্য সম্পন্ন। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের প্রতিটি মেঝে (ফ্লোর) মার্বেল পাথর খচিত। রয়েছে ৩টি দৃষ্টিনন্দন গম্ভুজ। এক সাথে আড়াই হাজার মুসুল্লি এই মসজিদে নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুরশিদ আবেদীন।
জাগো প্রহরী/ফাইয়াজ
0 মন্তব্যসমূহ