কাওছার আহমাদ ৷৷
শিক্ষা জীবন আর শিক্ষকতা জীবনের প্রায় এক যুগেরও বেশি সময়ের বাস্তব দেখা অভিজ্ঞতা থেকে বলছি, যেখানেই দেখেছি তরুণরা কোন কাজের উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়নে রূপ নিতে খুব কমই সময় লেগেছে!
যা অন্যদের দ্বারা সহজে আশা করা যায় না!
আর নবীজি (সা.) এর হাদিসেও তো আছে যুবক বয়সের ইবাদত মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের নিকটও অনেক পছন্দনীয় ৷
কাল হাশরের মাঠে প্রখর রোদ্রে সাত শ্রেণির মানুষ আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে তাদের অন্যতম হচ্ছে যুবক বয়সে ইবাদতকারী ব্যক্তি ৷
তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় গ্রামের একঝাঁক মানবতা প্রেমী, দ্বীন ইসলাম প্রেমী, আলেম-উলামা প্রেমী তরুণদের উদ্দ্যোগে এক স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড় করাতে পেরেছি ৷ "আলহামদুলিল্লাহ"
আপনি যত্ত ক্ষমতাধরই হোন না! সব ধরণের অন্যায় কাজে আপনি একা বাধা দিতে পারবেন না অথবা কোন উন্নয়ন মুলক কাজ আপনি একা করতে গেলে সহজেই বাস্তবায়ন করতে পারবেন না , তবে ঐক্যবদ্ধ শক্তি দ্বারা আপনি সহজেই বাস্তবায়ন করতে পারবেন ৷
এ অল্প সময়ে এবারের ঈদুল আযহা উপলক্ষে অসহায়-গরীব-বিধবাদের মাঝে প্রায় ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকার ঈদ উপহার বিতরণ করেছি ৷ আলহামদুলিল্লাহ!
তাই বলি মানুষের জন্য মানবতার জন্য ভালো কিছু করার লক্ষে আপনিও হাতে নিতে পারেন এমন মহৎ উদ্যোগ ৷ আর হ্যাঁ,আমাদের উদ্যোগের নাম 'কে এনপুর সমাজকল্যাণ ফাউন্ডেশন'৷ জামালপুর জেলার মাদার গন্জ উপজেলার কাতলামারী ও নিশ্চিন্তপুর নামের দুটি গ্রামের যুবকদের নিয়ে গঠিত কে এন সমাজকল্যাণ ফাউন্ডেশন ৷ সভাপতি হিসেবে আছেন মো. তাহেরুল ইসলাম ৷ এছাড়া আপাতত নিজ এলাকা কেন্দ্রীকই সমাজসেবা মূলক কার্যক্রম চলছে ৷ সবাই আমাদের জন্য দোয়া করবেন ৷ আল্লাহ আমাদের সবাইকে ইসলাম ও সমাজসেবার জন্য কবুল করেন ৷ আমিন ৷
জাগো প্রহরী/এফআর
0 মন্তব্যসমূহ