জানালা দিয়ে আলিম মাদরাসাছাত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপ


জাগো প্রহরী : রাজশাহীর গোদাগাড়ীতে স্হানীয় ইসলামিয়া আলিম মাদরাসাছাত্রীর (১৫) মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তার মুখ ও হাত ঝলসে গেছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাকড়ী ইউনিয়নের বড় বাউটিয়া নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী ইসলামিয়া মাদরাসার আলিম প্রথমবর্ষের শিক্ষার্থী৷

ওই ছাত্রীর বাবা জানান, রাতের খাবার খেয়ে চাচির সঙ্গে টেলিভিশন দেখছিলেন তিনি। ওই সময় দুর্বৃত্তরা জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, কিছুদিন ধরে একটি অপরিচিত ফোন নম্বর থেকে তার মেয়েকে বিরক্ত করছিল এক ব্যক্তি। বিষয়টা তিনি পুলিশকে জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও এ নিয়ে অভিযোগ দেয়নি ভিকটিমের পরিবার। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

জাগো প্রহরী/এফআর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ