জাগো প্রহরী : সোমবার সাতসকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। কয়েকঘণ্টা পর বন্ধ হলেও পানিবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। এর ফলে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে বেশকিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রোববার দিবাগত মধ্যরাত থেকেই হালকা বৃষ্টিপাত শুরু হয়। পরে ভোর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি।
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
জাগো প্রহরী/এফআর
0 মন্তব্যসমূহ