জাগো প্রহরী : আজ বুধবার (৮ জুলাই) এক যুক্ত বিবৃতিতে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মুহাম্মাদ আবু তালহা, সহসভাপতি হাফেজ মাওলানা আলী হুসাইন ও সেক্রেটারি মুফতি মোস্তাফিজুর রহমান দেশের অন্যতম
প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা নুরুল হুদা ফয়েজীর আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত : মাওলানা সৈয়দ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই (রহ.) এর অন্যতম সুযোগ্য খলিফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এর মহাসচিব এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি শাইখুল ওলামা, কারীমপুর মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল হুদা ফয়েজী (পীর সাহেব কারিমপুর) প্রায় ২০ দিন যাবত শারীরিকভাবে অসুস্থ।
আল্লাহ হুজুরকে শেফায়ে কামেলা দান করুন। আমিন ৷
জাগো প্রহরী/এফআর
0 মন্তব্য