জাগো প্রহরী : বৃহত্তর সাভার আশুলিয়ার আঞ্চলিক বোর্ড ইত্তিহাদুল মাদারিসিল কাওমিয়ার আহ্বানে কোরবানির চামড়া, মাদরাসা খোলা, বেফাক ও হাইয়ার চলমান অস্থিরতায় করণীয় নির্ধারণসহ বিভিন্ন ইস্যুতে স্থানীয় আলেমদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সাভার পৌরস্থ দারুল আমান (রাজারবাড়ী) মাদরাসা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বোর্ডের সভাপতি ব্যাংক কলোনি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল্লাহর সভাপতিত্বে ও রাজারবাড়ী মাদরাসার মুহতামিম মুফতি নাজমুল হাসান বিন নূরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়া খাতামুন্নাবিয়্যীনের প্রিন্সিপাল শাইখুল হাদীস আল্লামা আশিকুর রহমান কাসেমী। স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ও যাদুরচর মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাইয়ার নির্দেশনা অনুযায়ী বৃহত্তর সাভারের মাদরাসাগুলো খোলা হবে। বেফাক ও হাইয়ার সমস্যা নিরসনে মুরুব্বি আলেমদের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গুটিকয়েক সুবিধাবাদীদের হাতে মাদারিসে কওমিয়ার ঐতিহ্য ভূলুণ্ঠিত হতে দেয়া যায় না। এছাড়া কোরবানির চামড়ার নায্যমূল্য নির্ধারণে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল্লাহ বলেন, লেখাপড়ার মানোন্নয়নে ইত্তিহাদ বোর্ড শীঘ্রই কিছু নির্দেশনা দিবে যা সকলেই পালন করবেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোর্ডের সিনিয়র সহ সভাপতি ও রাজাসন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, মহাসচিব শাইখুল হাদীস মাওলানা আনওয়ার হোসাইন কাসেমী, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা আলী আশরাফ তৈয়ব, মাওলানা আফজালুল ইসলাম, মুফতি শাহেদ জহিরী, মুফতি আমীনুল ইসলাম কাসেমী, মুফতী মাহবুবুর রহমান নবাবগঞ্জী, হাফেজ মাওলানা আতাউল্লাহ প্রমুখ।
জাগো প্রহরী/গালিব
0 মন্তব্যসমূহ