জাগো প্রহরী : হাকিমুন নফস খ্যাত বরেণ্য আলেম মুফতি মুশতাকুন্নবী কাসেমী (দা.বা.) আজ মঙ্গলবার (২১ জুলাই) বাদ এশা ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচর মাদরাসায় ওলামাদের উদ্দেশ্যে খুসূসী বয়ান করবেন ইনশাআল্লাহু তায়ালা।
জামিয়া নূরিয়া মাদরাসা মসজিদে এশার জামাত রাত ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে ৷
উক্ত খুসূসী বয়ানে যথাসময়ে আশপাশের সকল ওলামাদেরকে উপস্থিত হতে আহ্বান জানিয়েছেন জামিয়া নূরিয়া কামরাঙীরচরের শিক্ষক মুফতি আ ফ ম আকরাম হুসাইন ৷
জাগো প্রহরী/এফআর
0 মন্তব্যসমূহ