'চামড়ার ন্যায্যমূল্য প্রদান ও কওমী মাদরাসাগুলো খুলে দিন'


খুলনা প্রতিনিধি : আজ বুধবার (২২ জুলাই) সকাল ১১ টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়ার সঞ্চালনায় পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের বক্তব্যে আইম্মা পরিষদ নেতৃবৃন্দ বলেন, কুরবানির পশুর চামড়ার দাম চার পাঁচ বছর নিন্মগামী যেখানে সব পন্যের দাম উর্ধ্বগামী, যে চামড়া আগে দুই  হাজার টাকায় বিক্রি হতো সে চামড়া এখন দুইশত টাকা দিয়েও ব্যবসায়ীরা কিনতে চায় না। গার্মেন্টস ও পাটশিল্পের মতো চামড়া শিল্পের বাজারও অন্য দেশের হাতে চলে যাচ্ছে, যার কারণে দেশের মাদ্রাসাগুলো শুধু ক্ষতির মুখে পড়বে এরকম না, বরং সামগ্রিক ভাবে দেশের অর্থনীতি হুমকির দিকে যাচ্ছে। এ অবস্থা থেকে চামড়াশিল্প রক্ষার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাথে সাথে অসাধু ট্যানারি মালিক ও ব্যাবসায়ীদের সিন্ডিকেট মুক্ত চামড়া ব্যবসার আহ্বান জানানো হয় ৷

বক্তাগণ আরও বলেন দেশের কওমী মাদরাসাগুলো হলো খালেছ দীনি প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠান থেকে ইসলামের সঠিক ও বিশুদ্ধ দিক নির্দেশনা দেওয়া হয়। কওমী মাদরাসা বন্ধ থাকলে জাতি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছেন। মাদরাসাগুলো খুলে দিলে স্বাস্হ্যবিধি মেনে আমরা প্রতিষ্ঠানগুলোকে পরিচালিত করবো, সরকার ও প্রশাসন আমাদের দাবি দুটিকে গুরুত্বের সাথে নিয়ে যথাযথ ব্যবস্থা নিবেন।

মানববন্ধনে উপস্হিত ওলামাদের একাংশ

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, বক্তব্য রাখেন মুফতী মুমতাজুল করিম, মুফতী মাহবুবুর রহমান, মুফতী আলী আহমাদ, মুফতী জাকির আশরাফ, মুফতী মাশহুদুর রহমান, মুফতি ফখরুল হাসান কাসেমী, মুফতী জাকির হুসাইন, মুফতী মানযুর আহমাদ, মুফতী রবিউল ইসলাম রাফে, মাওলানা আবুল হাসান, মাওলানা ইলিয়াস মাঞ্জুরী, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী আবু সালেহ, মাওলানা আব্দুল কাদের, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জুনাইদ মাহমুদ, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, আলহাজ্ব মোঃ আবু তাহের, মুফতী আব্দুল্লাহ, মাওলানা আবু জাফর, মাওলানা আসাদুজ্জামান, হাফেজ সালাহ উদ্দিন, মাওলানা ইকবাল, মোঃ ফেরদাউস গাজী সুমন, হাফেজ মোঃ হাসান, মোঃ নাসিব ইসলাম, সামছুর রহমান বাবুল প্রমুখ নেতৃবৃন্দ ৷

জাগো প্রহরী/ফাইয়াজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ