জাগো প্রহরী : লক্ষ্মীপুর জেলার কমলনগরে মেঘনা নদীর একটি বাঁধ নির্মাণে এগিয়ে এসেছেন স্থানীয় আলেম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা। তাঁরা কমলনগর উপজেলার ১ নং চর কালকিনি ইউনিয়নের অন্তর্গত নাছিরগঞ্জ বাজারসংলগ্ন বাঁধের নির্মাণকাজ করেন। গত ১ জুলাই বুধবার ১২০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে প্রায় এক হাজার মিটার বাঁধের নির্মাণকাজ হয়েছে।
বাঁধ নির্মাণে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলনের নেতা মুফতি শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘মূল পরিকল্পনা গ্রহণ করেন স্থানীয় যুবকরা। পরবর্তী সময়ে আমাদের (ইসলামী আন্দোলন) নেতা-কর্মীরা তা বাস্তবায়নের উদ্যোগ নেন। বুধবারের বাঁধ নির্মাণকাজে ১২০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। এতে প্রায় এক হাজার মিটারের কাজ শেষ হয়েছে।’
আগামী বুধবার আবার বাঁধ নির্মাণের কাজ হবে এবং তাতে ৩০০ নেতা-কর্মী অংশ নেবেন বলে জানান মুফতি শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘স্থানীয় জনগণ আলেম ও দ্বীনদার মানুষের এই উদ্যোগে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্বীনি দায়িত্ব মনে করেই আমরা এই কাজে অংশ নিচ্ছি।’
জাগো প্রহরী/এফআর
0 মন্তব্যসমূহ