মসজিদ খুলে দিচ্ছে কাতার, তবে বন্ধ থাকবে জুমা


জাগো প্রহরী : সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮২ লাখ ৫৭ হাজার আটশ ৮৫ জন এবং মারা গেছে চার লাখ ৪৫ হাজার নয়শ ৮৬ জন। তার মধ্যে তালিকার ২০ নম্বরে অবস্থান করা কাতারে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮২ হাজার ৭৭ জন। অবশ্য দেশটিতে তুলনামূলকভাবে মৃত্যুর হার কম, সেখানে এখন পর্যন্ত করোনায় ৮০ জনের প্রাণহানি ঘটেছে। 

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জেরে দীর্ঘ তিনমাস বন্ধ ছিল কাতারের মসজিদগুলো। তবে পরিস্থিতি বিবেচনা করে ১৫ জুন থেকে পাঁচশ মসজিদ খুলে দিয়েছে কাতার সরকার। অবশ্য জনবহুল এলাকার মসজিদগুলো এখনই খুলছে না। আর খুলে দেওয়া মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজ চালু হলেও জুমার নামাজ অনুষ্ঠিত হবে না।
কাতার সরকার লকডাউন শিথিল করলেও  বাইরে চলাচলের সময় স্বাস্থ্য সুরক্ষা ও নির্দেশনা মেনে চলতে বলছে। ওয়াক্তিয়া নামাজেও বাড়ি থেকে মুসল্লিদের ওযু করে আসতে বলা হচ্ছে। 

এছাড়া মাস্ক পরে নিজের জায়নামাজ নিয়ে যেতে হবে। সেই সঙ্গে মোবাইলে চালু থাকতে হবে এহতেরাজ অ্যাপ। আর নামাজ শেষ করে দ্রুত বাড়ি ফিরে যেতে হবে।

সরকারি নির্দেশনা ভঙ্গ করলে জরিমানা করা হবে। 

জাগো প্রহরী/ফাইয়াজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ