জাগো প্রহরী : পাকিস্তানের বিশিষ্ট আলেম এবং আধ্যাত্মিক ধারার পরিচিতি ব্যক্তিত্ব পীর সাহেব মাওলানা আযিযুর রহমান হাযরাভী ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার ২৩ জুন সকালে তার ইন্তেকাল হয়।
পাকিস্তানের জামিয়া দারুল উলূম করাচীর দাপ্তরিক ফেসবুক পেইজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, মাওলানা আযিযুর রহমান হাযরাভী পাকিস্তানের সর্বমহলের উলামায়ে কেরামের মাঝে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। তার এসলাহি আলোচনা থেকে পাকিস্তানের সাধারণ মানুষ খুবই উপকৃত হতে পারতো।
মরহুমের জানাযার নামায পাকিস্তানের স্থানীয় সময় বিকেল ৬ টায় দারুল উলূম যাকারিয়ার ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মাওলানা আযিযুর রহমান হাযরাভীর ইন্তেকালে পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং উলামায়ে কেরামের পক্ষ থেকে শোক প্রকাশ করা হচ্ছে।
জাগো প্রহরী/গালিব
0 মন্তব্যসমূহ