জাগো প্রহরী : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। বর্তমানে তিনি এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে নুরুল ইসলাম জানান, তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।
তিনি বলেন, এখন অ্যাপোলো (এভার কেয়ার) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। শারীরিক অবস্থা উন্নতির দিকে। এসময় পরিবারে আর কেউ করোনায় আক্রান্ত হননি বলেও জানান তিনি।
যমুনা গ্রুপ বাংলাদেশে বড় শিল্প গ্রুপের একটি। বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটর সাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজ উৎপাদন করছে এই গ্রুপটি। তাছাড়া যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিকানায়ও রয়েছে এই গ্রুপটি।
জাগো প্রহরী/গালিব
0 মন্তব্যসমূহ