জাগো প্রহরী : সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আরও ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে সোমবার দুপুর পর্যন্ত আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দাঁড়াল ৬৯ জন।
এর আগে সেখানে ৪৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সংসদে দায়িত্বপালনকারী ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন।
সংসদ মেডিক্যাল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার আরিফুল হক সোমবার জানান, ‘এখন পর্যন্ত সংসদের ৬৯ কর্মকর্তার শরীরে আমরা করোনা পজিভিট পেয়েছি। সবাই আমাদের নির্দেশনা নিয়ে বাসাতেই আছেন।’
জাগো প্রহরী/এফআর
0 মন্তব্যসমূহ