করোনায় আক্রান্ত সাবেক এমপি আবদুর রহমান বদি


জাগো প্রহরী : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। বিষয়টি নিশ্চিত করেছেন আবদুর রহমান বদির ব্যক্তিগত সহকারী ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।

ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে স্যারের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি কক্সবাজারের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি ছিলেন। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। বর্তমানে ঢাকার পথে রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো। তিনি সুস্থ আছেন।

জাগো প্রহরী/এফআর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ