জাগো প্রহরী : ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক এবং জেলা ও দায়রা জজ সামীম মোহাম্মদ আফজাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার ( ২৫ জুন ) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস মিছবাহুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে, এটা করোনা নয় বরং বার্ধক্যজনিত মৃত্যু। রাত ৯টায় সময় তিনি পরিবারের সদস্যদের তার খারাপ লাগার কথা জানিয়েছিলেন। তখন তাকে সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয় ৷ সেখানে ১০ টা ২০ মিনিটে মারা যান।
উল্লেখ্য, সামীম আফজাল ২০০৯ সালের ২২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনে মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত তিনি এ পদে আসীন ছিলেন। এর আগে তিনি সরকারি নানা দায়িত্ব পালন করেন।
জাগো প্রহরী/গালিব
0 মন্তব্যসমূহ