পাকিস্তানের জামিয়া বিন্নুরিয়াহ করাচির মুহতামিম মুফতি নাঈমের ইন্তেকাল


জাগো প্রহরী : পাকিস্তানের প্রসিদ্ধ আলেমে দীন, জামিয়া বিন্নুরিয়াহ করাচির মুহতামিম মুফতি মোহাম্মদ নাঈম হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল শনিবার রাত ৯টা ৩২ মিনিটে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার ছেলে মুফতি নোমান।

এদিকে মুফতি নাঈমের ইন্তেকালে পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান গভীর প্রকাশ করেছেন।

শোক প্রকাশ করে তিনি টুইটারে লিখেন, আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন ‍তিনি।

শোক প্রকাশ করে সিন্ধু গভর্নর ইমরান ইসমাইল বলেছেন, তিনি তার পুরো জীবন ইসলামের শিক্ষায় ব্যয় করেছেন।মুফতি নাঈম জামিয়া বিনুরকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠান বানিয়েছেন। সূত্র: ডেইলি পাকিস্তান ৷

জাগো প্রহরী/গালিব

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ