মহামারিকে নয় আল্লাহকে ভয় করতে হবে, জুমার বয়ানে মুফতি সুলতান মহিউদ্দিন



জাগো প্রহরী : বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রহমতিয়া জামে মসজিদের খতিব মুফতি সুলতান মহিউদ্দিন বলেছেন, শারীরিক সচেতনতার চেয়ে ঈমান পরিশুদ্ধ রাখার জন্য অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা এ পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে ঈমান। মহামারি, দূর্যোগ, রোগ-বিমার ও মৃত্যু দেয়ার মালিক একমাত্র মহান আল্লাহ এবং এসব থেকে মুক্তি দেয়ার মালিকও আল্লাহ। এ আকিদা পোষণ করে রোগ-মহামারিকে ভয় না পেয়ে মহান মালিক আল্লাহকে বেশি ভয় করতে হবে।

তিনি বলেন, করোনা মহামারি থেকে মুক্তি পেতে জাতীয়ভাবে তাওবা করে সকলে আল্লাহর কাছে আত্মসমর্থন, ক্ষমা প্রার্থনা ও পাঁচ ওয়াক্ত নামাজসহ অধিক পরিমানে ইবাদত-বন্দেগীতে লিপ্ত থাকতে হবে।

তিনি আরো বলেন, মহামারির সময় হোম কোয়ারেন্টাইন, আইসোলিয়েশন, লকডাউনসহ এধরনের সতর্কতা অবলম্বনের কথা ইসলামে রয়েছে। সবধরনের পাপ কাজ থেকে বিরত থেকে অধিক পরিমানে এবাদত-বন্দেগীর পাশাপাশি স্বাস্হ্য বিধিও মেনে চলতে হবে।

আজ শুক্রবার ( ১৯ জুন ) রাজধানীর কামরাঙ্গীরচরস্থ রহমাতিয়া জামে মসজিদে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।

জাগো প্রহরী/গালিব

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ