ভারত-চীন সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান চাইল যুক্তরাষ্ট্র


জাগো প্রহরী : ভারত-চীন সীমান্তে সংঘর্ষের ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই সীমান্ত সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান করুক দুই পক্ষ, এটাই আশা করছে দেশটি। সোমবার উভয় দেশের সংঘর্ষে সীমান্তে কমপক্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে। চীনের পক্ষেও ৪০ জনের প্রাণহানীর দাবি করেছে ভারত।

এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেছেন, “আমরা বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করি।” 
যুক্তরাষ্ট্র ঘটনার দিকে কড়া নজর রেখেছে বলে জানিয়েছে। 

ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে নতুন মিত্র দেশ। ভারতে হতাহত সেনা জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ভারত ও চীনের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত। 

গত সোমবার রাতে লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত এবং চীনের সেনাবাহিনী মুখোমুখি হয়। প্রথমে জানা যায়, ভারতীয় বাহিনীর ৩ জওয়ান নিহত হয়েছেন। কিন্তু এরপরেই জানানো হয়, কমপক্ষে ২০ জন সেনার মৃত্যু হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, চীনের সেনাসদস্যদের আঘাতেই নিহত হয়েছে ভারতের সেনা। এর পরেই ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে চীন। সূত্র : কলকাতা ২৪ ও ভারতীয় মিডিয়া।

জাগো প্রহরী/এফআর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ