করোনায় অর্থনৈতিক অসুবিধায় পড়া শিক্ষকদের জন্য বেফাকের ৩ কোটি টাকার বাজেট


জাগো প্রহরী : করোনাভাইরাস পরিস্হিতিতে দেশের কওমি মাদ্রাসাগুলো বন্ধ থাকায় এ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাচ্ছেন না দীর্ঘ প্রায় চার মাস যাবৎ। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় মাদ্রাসাগুলোর আয়ের উৎসও বন্ধ।

সাময়িক অসুবিধায় পড়া সেসকল শিক্ষকদের পাশে দাঁড়াতে বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ড (বেফাক) একটি সাধারণ তহবিল গঠন করেছিল। দীর্ঘদিনের নানা জটিলতা কাটিয়ে সেই তহবিল থেকে এবার ৩ কোটি টাকা যাচ্ছে সাময়িক অসুবিধায় পড়া শিক্ষকদের কাছে।

এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন, আল হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান ও বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস।

বেফাক মহাসচিব বলেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী শিক্ষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটি সাধারণ তহবিল গঠন করেছিলাম। আমাদের সেই তহবিলের সর্বমোট ৩ কোটি টাকা। সেই তহবিল থেকে আমরা বাছাইকৃত শিক্ষকদের জন্য টাকা পাঠাবো।

টাকা বন্টন এবং পৌঁছানোর জন্য আমরা একটি কমিটি গঠন করেছি। আশা করি কিছুদিনের মধ্যেই তারা শিক্ষকদের মাঝে সম্মাননা পৌঁছে দিতে পারবেন।

জাগো প্রহরী/গালিব

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ