প্রশ্ন : যেহেতু ক্লাস চালু হচ্ছে না। আবাসিকভাবে মাদরাসায় অবস্থানও করা যাচ্ছে না তবে এখন ভর্তি হওয়ার প্রয়োজন কি? লাভ কি?
উত্তর : ভর্তি না হলে টেনশন আর অস্থিরতা বিরাজ করে। নিজেকে অসহায় অসহায় মনে হয়। ভর্তির মাধ্যমে একজন শিক্ষার্থীর দিল ও দেমাগ প্রশান্ত হয়।
ভর্তি হলে নিজেকে নির্দিষ্ট ক্লাসের ছাত্র হিসেবে গণ্য করত সেই ক্লাসের কিতাবাদি সংগ্রহ- মুতালাআ করার উদ্যমতা আসে ৷
ভর্তির কাজ সম্পাদন ও ক্লাসের তারতীব ইত্যাদি করতেও বেশ সময় লাগে এখনি একাজ সম্পন্ন হলে যখনি সুযোগ হবে তখনি ক্লাস চালু করা সম্ভব হবে।
শিক্ষক, জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচর ঢাকা
জাগো প্রহরী/এফআর
0 মন্তব্যসমূহ